নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ;
এর সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস। ।
বোকামী ছাড়া এযে কিছুই না...
ওরা যে একই পাখির দুই ডানা।
ওরা ছিল মূর্তিপুজক, এরা মূর্তির পাহারাদার
ওরা ছিল দুর্নীতিবাজ, এরা খুনের সর্দার।
ওদের কোন ফারাক তো নাই
একই ভাতে পোষা বিলাই।
।
আমেরিকা ভারত ওদের ঠিকানা...
ওরা যে একই পাখির দুই ডানা।
কেউবা লা-ইলাহা, কেউবা বিসমিল্লাহ
ইসলামের নামে আবার পাতে কেউ দাড়িপাল্লা। ।
লাঙ্গলের ফালে আবার, ডিগবাজীর বইছে জোয়ার,
ইসলাম নয় এসব শুধুই বাহানা....
বোকামী ছাড়া এ যে কিছুই না।
ওরা একই পাখির দুই ডানা।
চোরে চোরে তালতো ভাই
ওদের কোন বিভেদ নাই। ।
সময় থাকতে তোরা বুঝলিনা....
ওরা যে একই পাখির দুই ডানা।
নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ;
এর সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস।
।
বোকামী ছাড়া এযে কিছুই না...
ওরা যে একই পাখির দুই ডানা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।