আমাদের কথা খুঁজে নিন

   

আনোয়ার হোসেনের অস্ত্রোপচার স্থগিত

অভিনেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। এ তথ্য জানিয়ে তার চিকিৎসক বলেছেন অত্যন্ত দুর্বলতার কারণে আপাতত তার গল-ব্লাডার অপারেশনও সম্ভব হচ্ছে না। স্কয়ার হাসপাতালের ডা. সারোয়ার বুধবার বিকালে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর এ তথ্য জানান। এদিকে আনোয়ার হোসেনের খাওয়া-দাওয়া আগের মতোই স্যালাইনের মাধ্যমেই চলছে। পরিবারের সদস্যরা তাকে নিয়ে উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। অসুস্থ হয়ে হাসপাতালে থাকলেও চলচ্চিত্রের কেউই এ পর্যন্ত তাকে দেখতে যাননি। এমনকি ফোন করেও খোঁজ-খবর নেননি। বার্ধক্যজনিত নানা রোগে গত চার বছর ধরে ভুগছেন জীবন্ত কিংবদন্তি এ অভিনেতা। গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.