জীবনে সফল হতে না পারি দুঃখ নেই... একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
বাংলা চলচ্চিত্রের নবাবখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন আর নেই। কিছুক্ষণ আগেই কিংবদন্তী এ অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সমাপ্তি ঘটালেন এক জীবন্ত ইতিহাসে।
দীর্ঘদিন যাবৎ রোগে ভোগার পর আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সরকারি সহায়তায় তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থাও নেয়া হচ্ছিলো বেশ কিছুদিন ধরেই।
তবে দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবাদ প্রতীম এ অভিনেতা।
গতকাল ১২ সেপ্টেম্বর থেকে চিকিৎসাধীন এ অভিনেতা এখন মুখে কিছুই খেতে পারছিলেন না। শ্বাস প্রশ্বাসও দেয়া হচ্ছিলো কৃত্রিমভাবে। আজ ১৩ আগস্ট দিবাগত রাতে স্কয়ার হাসপাতালেই মৃত্যুবরণ করেন তিনি।
আনোয়ার হোসেন ষাটের দশকে অভিষিক্ত হওয়া বাংলাদেশের অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা।
নবাব সিরাজউদ্দৌলা খ্যাত এই অভিনেতা ১৯৫৮ সালে চিত্রায়িত‘তোমার আমার' চলচ্চিত্রটির মাধ্যমে অভিনয় জীবনে আসেন। ১৯৩১ সালে তিনি ময়মনসিংহে জন্ম গ্রহন করেন। ১৯৫০ সালে জামালপুর সরকারি স্কুল থেকে এসএসসি এবং পরে আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৫১ সালে আশকার ইবনে শাইখের 'পদক্ষেপ' দিয়ে অভিনয় জীবনের শুরু।
‘নবাব সিরাজউদ্দৌল্লাহ' ছবিতে সিরাজদ্দৌলার ভূমিকায় তার অনবদ্য অভিনয় তাঁকে বাংলা চলচ্চিত্রের নবাব খ্যাতিতে ভূষিত করে।
প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে আনোয়ার হোসেনের উপস্থিতি ছিলো অনস্বীকার্য।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০ এ তিনি আজীবন সম্মাননা পান, পেয়েছেন বাচসাস পুরস্কারও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।