বিশিষ্ট অভিনেতা আনোয়ার হোসেন আর নেই। তিনি গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এ পর্যন্ত তিনি অভিনয় করেছেন প্রায় অর্ধসহস্র চলচ্চিত্রে। নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রের ‘নবাব সিরাজউদ্দৌলা’ চরিত্রে অভিনয় করে পান দারুণ জনপ্রিয়তা। কাজ করেছেন টিভিতে এবং মঞ্চে। তাঁর অভিনীত যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা এখনো জনপ্রিয়তার শীর্ষে। চলচ্চিত্রের এই বিশিষ্ট অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তাঁর দীর্ঘদিনের কয়েকজন সহকর্মী। চলচ্চিত্রের শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা গতকাল দুপুরে এফডিসিতে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্রের ছবি আর শেষ শ্রদ্ধা জানানোর কিছু আলোকচিত্র দেওয়া হলো এখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।