আমাদের কথা খুঁজে নিন

   

আপনি ভাগ্যবান !!! (১ টি ফান পোস্ট)

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

কি ?? কি ভাবছেন ??? পোস্ট এর টাইটেল দেখে কি ভাবছেন ?? আপনি ভাগ্যবান হবেন কখন, কোন সময় আর কি ভাবে??? আজকে এ নিয়েই লিখব । তাহলে আসুন শুরু করা যাক । বন্ধু দিবস - আর ১ দিন পরেই । এ নিয়ে তেমন কোন চিন্তাই করতে হবে না...। ।

বিশেষ বন্ধু যেহেতু নাই তাই হাল্কার উপর ঝাপসা দিয়া দিনটা পার করতে পারেন। এই যেমন ধরেন আশে পাশের বন্ধু বান্ধব দের উইশ করে, হই হুল্লা করে কাটিয়ে দিতে পারেন । ভালবাসা দিবস - হ ম ম । অন্তত আপনার চিন্তার কিছু নাই। যদি আপনি একলা পথের পথিক হন ।

কারন এইদিন আপনাকে অতিরিক্ত চিন্তা করতে করতে কাহিল অবস্থা হয়ে যেত । কোথায় কোথায় ঘুড়বেন? খাবেন কোথায় ?? কি উপহার দিবেন ? রিকশা করে ঘুরবেন নাকি বাস এ করে দূরে কথাও যাবেন । কোথায় নিরিবিলি বসবেন ? কত টুকু সময় ধরে মোবাইল এ কথা বলবেন? ওহহহহহহহহহহহ ......। অনেক চিন্তা। এর থেকে তো আপনার মুক্তি মিলবেই...।

ঈদ এই সময় দেখা তো করতেই হবে । না হলে খবর আছে । এই উপলক্ষে যে কেনাকাটা করা লাগত তার জন্য তা আপনার লাগবে না । কি মজা !!!!!! জন্মদিন আপনি এমনিতেই মন ভুলা । বিশেষ বিশেষ দিন মনে রাখতে পারেন না।

তার জন্মদিন কবে তাও ভুলে যান !! সে জন্যই কি দরকার ............। । আপনার জন্মদিন আপনার টাকা পকেটে রাখা অনেক কষ্টকর হবে এইদিন । পারলে ১ জনের সাথে আর ৩/৪ জন মিলে আপনার পকেটের ১২ টা বাজবে । তাই যদি ভাগ্যবান হতে চান তাহলে কি করা লাগবে বুঝে নিন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.