আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্যবান পাপোষ

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

গতকাল একটা নতুন কার্পেট কিনতে বেরিয়েছি পুরো পরিবার । পুত্র বারবার মনে করিয়ে দিচ্ছে তার জন্য যেন কিছু কেনা হয় । কার্পেট কেনার পর তাকে তার পছন্দ মত একটা পাপোষ কিনে দেয়া হোল ফুল নকশা আছে ওতে । বাড়ী ফিরতেই পুরোনটা তুলে নতুন কার্পেট বিছানোর তাড়া , কারন তার কার্পেট (পাপোষ --পাকার্পেট ) বিছাবে , পুরোনটার উপর বিছালে ময়লা হয়ে যাবে । সারাক্ষন আসনখানি পেতে মানে পাকার্পেট বিছিয়ে টিভির সামনে হা হয়ে বসে থাকল ।

দোকানী একটা ছোট রশি দিয়ে বেঁধে দিয়েছিল সেটি । বার বার দেখছে সেই রশিখন্ডে কারো হাত লাগল নাকি । রাতে বুঝিয়ে বললাম বার বার বাঁধলে কুচকে যাবে । পরে দেখি সোফার উপর থেকে কুশন সরিয়ে পাপোষটাকে কুশনের মত রেখে দিল । ঘুমুবার সময় বার বার জিজ্ঞাসা যদি মেহমান এসে সেটা ধাক্কা দিয়ে বসে পড়ে সোফাটায় ।

বুঝিয়ে শুঝিয়ে ঘুমুতে গেলাম । আজ ছুটির দিন । বাইরে যাবার তাড়া নেই । দেরীতে ঘুম থেকে উঠার সুযোগ । পাশের ঘরে ওর আপু ঘুমায় ।

ভোর হতেই বলছে , " আপু মনে হচ্ছে উঠে হাটাহাটি করছে " । আবার আশ্বস্থ করে ঘুমিয়ে গেছি । হঠাৎ জোরে চিৎকার "আপু" ; চোখ খুলে জানতে চাইলাম কি হয়েছে ? বলল , " আপু উঠেছে বাথরুমে শব্দ হচ্ছে । " তখন ওর বাবা ওয়াশরুমে , সেটা কনফার্ম করে ঘুমুতে চাইছি । ডেকে বলল , " খিদে পেয়েছে উঠব , আপুকেও ডাকো " ।

আমার এই পুত্র গতকাল দুপুর বারটায় সকালের নাস্তা খেয়েছে । যাই হোক উনি উঠলেন এবং কিছুক্ষন পর হৈচৈ তার পাপার সাথে বসার ঘরে । বলছে " আপু শিওর উঠেছে আগে একবার , আপুর বই এই সোফায় ছিল না তার পাকার্পেটের পাশে " । বলেই কান্না । ওর বাবা নিজে রেখেছে বই সেখানে সেটা বলবার পর থামল ।

নাস্তার টেবিলে আমি জানতে চেয়েছিলাম , রাতে তার ঘুম ঠিকমত হয়েছে কিনা , কোনকিছুর জন্য বেশী চিন্তা হচ্ছিল কিনা । সে কেমন উদাস উদাস ভান করল । তার বাবা আর মেয়ে হাসি চাপতে গিয়ে শ্বাসনালীতে খাওয়া আটকে ফেলছিল প্রায় । তবে অবশ্যই সব তার অগোচরে । কিছুক্ষন আগে বুয়া সব রোদে দিতে ছাদে নিতে চাইল ।

পুত্র ধরতেও দেবে না তারটি । দেখি বারান্দায় সাইড টেবিল এনেছে , তার উপরে বিছিয়ে দিয়ে রেখেছে । যদিও বারান্দায় টুল ছিল , সেটা তার মন:পুত ছিল না ব্যবহারে । আমি ডেকে বললাম ,আব্বু ওটা বেশী গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে । নিয়ে এসেছে নিজ হাতে তারপর একটা চুমু দিয়ে নিয়ে রওয়ানা দিল বসবার ঘরে ।

বুঝতেই পারছেন দুই তিনদিন কমপক্ষে এই পাকার্পেটের জন্য আমাদের বিশেষ সতর্ক থাকতে হবে । না হলে মহা অশান্তি । আসলে বাচ্চারা সব নির্মল আনন্দের উৎস । সামান্য একটা পাপোষে তার মনোযোগ , ভালবাসা দেখে মনে করি শেখার অনেক বাকী ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.