আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে রাশিয়া

সিরিয়ায় অত্যাধুনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে রাশিয়া। ভবিষ্যতে সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপ মোকাবিলায় এসব ক্ষেপণাস্ত্র ব্যবহূত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক খবরে এ কথা বলা হয়েছে বলে আজ বিবিসি জানায়।
এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু না জানিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আন্তর্জাতিক নিয়ম ভেঙে রাশিয়া কোনো কিছু সরবরাহ করে না।
সিরিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, তাহলে সেখানে সামরিক হস্তক্ষেপের হুমকি আগেই দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তাঁর এমন হুঁশিয়ারির পর সিরিয়ায় জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর গণমাধ্যমে প্রকাশিত হলো। রাশিয়াকে সিরিয়ার অন্যতম মিত্রদেশ ও অস্ত্রের জোগানদাতা বলে মনে করা হয়।
তবে এত কিছুর পরও সিরিয়ার চলমান সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের চেষ্টা অব্যাহত রয়েছে। এ সম্মেলনে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীরা ও আসাদ সরকারের কোনো মন্ত্রী যাতে যোগ দেন, সে চেষ্টা করা হচ্ছে। এ লক্ষ্যেই আজ শুক্রবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন সম্মেলনের পরিকল্পনা নিয়ে সের্গেই লাভরভের সঙ্গে রাশিয়ার সোচি শহরে সাক্ষাৎ করেছেন।


এক সংবাদ সম্মেলনে বান কি মুন বলেছেন, সিরিয়া নিয়ে আলোচনায় যে গতি এসেছে, তা হারাতে দেওয়া চলবে না এবং সম্মেলনের একটি তারিখ নির্ধারণের জন্য আলোচনা চালিয়ে যেতে হবে।
সের্গেই লাভরভ বলেছেন, কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়া সিরিয়ার বিবদমান সব পক্ষকে নিয়ে আলোচনা করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তা করতে হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.