বাংলাদেশে যাচ্ছেন বলিউডের নায়িকা বিপাশা বসু। জানা গেছে, আগামী নভেম্বরে বিজিএমইএর বার্ষিক প্রদর্শনী বাটেক্সপোতে তিনি অংশ নেবেন। তাঁর সঙ্গে আরও যাবেন কঙ্গনা রনৌত, আমিশা প্যাটেল প্রমুখ। অনুষ্ঠানে গান করবেন ভারতীয় শিল্পী শ্রেয়া ঘোষাল, শান ও অনিক। তাঁদের সঙ্গে আরও থাকবেন ভারতীয় টিভি-তারকা হোসেন, টিনা, মানব ও অর্চনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হবে দুই দিনের এই অনুষ্ঠান।
অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় আছে মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন লিমিটেড। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া বললেন, ‘একটা আকর্ষণীয় অনুষ্ঠান আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি। এরই মধ্যে শিল্পীদের সঙ্গে চুক্তি হয়েছে।
খবর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।