জীবনে প্রাণ আসুক। প্রতিটা মুহূর্তকে আমরা সুন্দর করে তুলি।
তোমরা বলো, কান্নাটা আমার মেয়ের অভিনয়
স্বপ্ন রঙের উজ্জ্বল মন ছিল তার
মাঝে মাঝে শীতের চাদর বানাত
এখন পুড়ে যাচ্ছে
বাংলাদেশ।
বড় বড়াই করো,
সোনার দেশ, নেই হিংসা হানাহানি
মন যখন রক্তে ভাসে
কীভাবে এ কথা মানি!
এই সকালে বিপাশার কোনো দেশ নাই
জানি ময়দানে সে নয় একা
তবুও তো অন্ধকার এসে মাথা কুটে
মোষের মতো গা ঘষে
হারিয়ে যেতে চায়
দাঁড়াবার জায়গা,
মাটির মতো হওয়ার চেয়েও আরো উপায় আছে
পৌষের বাতাসে লেখা আছে সে কথা
মৃত বাবার হাত ধরে হেঁটে
জানে না তা বিপাশা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।