আমাদের কথা খুঁজে নিন

   

রমজানে সরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার ৯টা থেকে সাড়ে ৩টা পর্যণ্ত

চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......

আসন্ন রমজানে সরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার ৯টা থেকে সাড়ে ৩টা পর্যণ্ত চলবে। মাঝখানে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে। এছাড়া সুপ্রীম কোর্ট সহ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো নিজেদের সময়সূচি ঠিক করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আজ এ সময়সূচি নির্ধারণ করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশে বড় ধরনের অবকাঠোমো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে 'বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড'-কে কোম্পানী হিসেবে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এটি একশ' ভাগ সরকারি মালিকানায় পরিচালিত হবে। এটি মূলত বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানী অবকাঠামো উন্নয়নে কাজ করবে। এছাড়াও জলবায়ু ট্রাস্ট আইন-২০১০ এর খসড়া ও প্রশাসনিক বিচার সংশোধন আইন-২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।