সত্য প্রকাশে আপোষহীন
সরকার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এর ৪.৫% ভ্যাট আরোপ করেছে। ভ্যাট হচ্ছে সরকারের আয়ের একটা খাত এবং আয়ের এই খাত আরো সমৃদ্ধ করার জন্যই সরকারের এই পদক্ষেপ। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এর বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত অথবা ছাত্র-ছাত্রীরা এর বিপক্ষে অবস্থান কতটুকু যৌক্তিক তা যাচাই করার জন্য কিছু আমার কিছু প্রশ্ন আছে।
১. মোবাইল কোম্পানি তাদের কল চার্জের উপর ১৫% ভ্যাট নেয়।
যার অর্থ প্রতি ১০০ টাকায় ১৫ টাকা, প্রতি ১০০০ টাকায় ১৫০ টাকা সরকার পায়। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ ভ্যাটের টাকা কি দেয় না?
২. প্রতিটা পন্যের মূল্যের সাথে ভ্যাট এবং ট্যাক্স অন্তর্ভূক্ত থাকে। সেখানেও ভ্যাটের হার ১৫%। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ ভ্যাটের টাকা কি দেয় না?
৩. যেই সিগারেটের দাম ২ টাকার বেশি হবার কথা না সেটা ট্যাক্স সহ ৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আকিজ গ্রুপ সরকারকে কয়েকশো কোটি টাকা ট্যাক্স এভাবেই দিচ্ছে না।
বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ ট্যাক্সের টাকা কি দেয় না?
৪. বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং ফাস্ট ফুডের দোকানে কখনো ঢুকেনি এমন ছাত্র-ছাত্রী পাওয়া মুশকিল। অধিকাংশ ফাস্ট ফুডের দোকানে ১৫% ভ্যাট নেওয়া হয় যা অনেক সময় খাবারের দামের সাথে অন্তর্ভূক্ত থাকে অখবা পরে মোট খাবারের দামের উপর অন্তর্ভূক্ত করা হয়। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ ভ্যাটের টাকা কি দেয় না?
এভাবে যদি চিন্তা করি যেখানে আমরা অধিকাংশ পন্য কেনার ক্ষেত্রে অথবা কোন সার্ভিস নেওয়ার ক্ষেত্রে প্রতি ১০০ টাকায় ১৫ টাকা ভ্যাট দিয়ে থাকি তাহলে শিক্ষার ক্ষেত্রে প্রতি ১০০ টাকায় ৪.৫ টাকা ভ্যাট দিতে সমস্যা কোথায়। ভ্যাটের টাকা কিন্তু আবার শিক্ষার্থীদের পিছনেই সরকার খরচ করে।
সরকারের এ সিদ্ধান্ত হয়ত অনেকের যৌক্তিক মনে না হলেও টিউশন ফি এর উপর ভ্যাটের টাকা বোঝা হবার কথা না।
ধরুন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রের টিউশন ফি ৩০০০০ টাকা, তাহলে এর উপর ভ্যাট দিতে হবে ১৩৫০ টাকা (৪.৫% হারে) – আসলেই কি এটা অতিরিক্ত একটা বোঝা?
অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয় অবকাঠামো উন্নয়ন ফি হিসাবে ৩-৪ হাজার টাকা প্রতি সেমিস্টারে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নিয়ে থাকে। তখন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মুখ বন্ধ করে তা দিয়ে দেয়। কিন্তু তারা চিন্তা করে না যে তারা এই টাকার সুবিধা আসলেই পাবে কি না। এটা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বড়ই যৌক্তিক সিদ্ধান্ত, তাই কি?।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।