আমাদের কথা খুঁজে নিন

   

আস্তে আস্তে একটি সকাল

গেরিলা কথাবার্তা
সূর্যের ক্রাচে ভর দিয়ে আস্তে আস্তে একটি সকাল পৃথিবীতে নামে; প্রথম মানুষের মতো স্বর্গচ্যুত, আলোকিত, সম্পন্ন মৃত্তিকা; সকল কিছুর নাম এখানে পাওয়া যাবে- নদীর জন্মকথা, চোখ, সমস্ত জ্ঞানের পঞ্জিকা- সবকিছু এখানে সহজ মানুষের জন্ম কোঠরে লেখা ছিল সব প্রথম দিনের শুরুতে, একটি সকালে যেই দিন থেকে মানুষের সময়বোধ হলো; সকাল সূর্যের ক্রাচে ভর দিয়ে একটি সকাল আস্তে আস্তে কোলাহলে ডুব দেয়- ইতিহাসে, ক্রমশই রৌদ্রে সভ্যতায় তারপর, মানুষের প্রথম পবিত্র উচ্চারণ, শষ্য হাল-লাঙল কাঁধে কৃষক তখন শষ্যের দিকে যায় অমর কিষানী খড়-বিচালি দিয়ে উনুন জ্বালায়, রান্ধে প্রেম সেই প্রেম কৃষকের মন ভুলে নগরে এসে বিকিকিনি হতে এলে নগরীতে দুপুর হয়- চলে যায় সূর্যের ক্রাচে ভর দিয়ে আস্তে আস্তে একটি সকাল
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.