ইদানিং আমাদের সঙ্গিতাঙ্গনে এমন কিছু গান তৈরি হচ্ছে যা কিনা সমাজকে দুষিত করছে। রুচিবোধ নষ্ট হচ্ছে উঠতি বয়সের ছেলে মেয়েদের। বখাটেরা পাচ্ছে ইভটিজিং এর নতুন নতুন হাতিয়ার।
ব্যবসায়িক স্বার্থে আমরা আমাদের সংস্কৃতিকে করছি দুষিত।
ইদানিং প্রায়ই শুনাযায় এইসব গান, যার একটিহল নিচের মত--
"অ টুনির মা তোমার টুনি কথা শুনেনা
যার তার লগে ডেটিং মারে আমারে চিনেনা"
--------------------
--------
টুনি ইসকুলে যাইব টুনি বারান্দায় আইব
টুনিরে দেইখা আমার পরান জোরাইব "
এইসব গানের বদৌলতে আমাদের মেয়েরা, বোনেরা , কন্যারা হয়ে যাচ্ছে টুনি, মর্জিনা, ইত্যাদি ইত্যাদি।
আর রাস্তার মুরে তাদের দেখলেই রাস্তার ছেলেগুলান গেয়েউঠে তাদের উদ্যেশ্যে। আর গান খানি উঠতি বয়সের ছেলে দের বখাটে হতে উৎসাহিত করছে সেটা আমি হলফ করে বলতে পারি। কারণ আমাকে আমার এক ভগণে একদিন জিগ্যেস করল'- মামা, ডেটিং মানেকি। আমি বললাম কই শোনেচিস বলতো? তখন সে আমকে গান খানা গেয়ে শোনাল দুই চরণ।
আরেক খানি গানের কথা উল্লেখ করি।
"তুমি দিয়নাগ বাসর ঘরের বাত্তি নিভাইয়া
আমি অন্ধকারে বন্ধঘরে যাব মরিয়া"
অত্যান্ত দুঃখজনক হলেও সত্য যে গানের কথা গুলান যেমন নেতিবাচক তেমন সুরখানিও করা হয়েছে নকল । একটি হিন্দি গানের সুর নকল করা হয়েছ।
হিন্দি গান খানি নিচের মত-
"তুমছা কই পেয়ারাকই মাসুম নেহি হে
কেয়া চিজ হু তুম হু তুমে মালুম নেহি হে"
আসলে ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। তাই আমরা সুরখানি নকল করতে পারলাম কিন্তু কথা গুলি আর ভাল কথায় রাখতে পারলাম না।
আর গান খানি যে গায়িকাকে দিয়ে গাওয়ানো হয়েছে তার বয়স কত হবে? তার নাম সালমা, গত দুবছর আগের "ক্লোজাপ ১" তারকা।
বড়জোর ১৪ বছর হবে। জাতিসংঘ এবং বাংলাদেশ উভয় হিসাবেই সে শিশু। এই শিশুকে দিয়ে কেন এই গান গাওয়ানো হল তাও বোধগম্যনয়। সেটি কি বানিজ্যিক উদ্যেশ্যে ?
এই বাসর ঘরের গান খানিরও কিন্তু অনেক গুণ। ইহা দিয়া মেয়েদেরকে খরাপ ইঙ্গিত সহকারে মশকারি করা হয়।
এবং হরহামেশাই মেয়েরা ইহার শিকার হচ্ছে। মেয়েদেরকে দেখলে হয় দরাজ গলায গেয়ে উঠছে নয়ত মোবাইলে বাজিয়ে শোনিয়ে দিচ্ছে বাসর ঘরের ইতিহাস খানি। এই সব গান যারা গায় এবং যারা বিক্রী করে তাদের আমি অনুরোধ করব, "আমাদের সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করবেন না। এই সব পরিহার করুন।
এই সকল অসুস্থমানুষিকতা পরিহার করে আবার আমাদের সংস্কৃতিকে জাগিয়ে তোলা দরকার।
সব কিছু যদি বদলাবে তবে এই সব নিম্ন মানষিকতা কি বদলাবেনা। আমরা কি নিজের হাতে বখাটেদেরকে হাতিয়ার তৈরি করে দেব? আমারেদ কন্যা, মেয়ে, বোনদের টুনি বানাব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।