Life is nothing!!!!!!!!!!!
মিউচুয়াল ফান্ডের শেয়ারের ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি সমিতি (এএমসি)। গত বৃহস্পতিবার এএমসি নেতৃবৃন্দ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত্ করে এ দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, ঊর্ধ্বমুখী বাজারে অন্যান্য শেয়ারের তুলনায় মিউচুয়াল ফান্ড শেয়ারগুলো এখনও অতিমূল্যায়িত হয়নি। এ কারণে মার্জিন ঋণ সুবিধা সমপ্রসারিত হলে সাধারণ বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড খাতে বিনিয়োগের জন্য আরও উত্সাহিত হবে এবং পুঁজিবাজারকে আরও স্থিতিশীল করবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ওয়াহিদুজ্জামান খন্দকার, এল আর গ্লোবালের রিয়াজ ইসলাম, গ্রীন ডেল্টা ফিন্যানশিয়াল সার্ভিসের ওয়াকার চৌধুরী এবং রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ড. হাসান ইমাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।