আমাদের কথা খুঁজে নিন

   

মিউচুয়াল ফান্ডের মার্জিন লোনের শর্ত শিথিল



পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মিউচুয়াল ফান্ডগুলোর মার্জিন লোন পাওয়ার ক্ষেত্রে প্রকৃত সম্পদ মূল্যের (এনএভি) শর্ত শিথিল করেছে। বুধবার এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবিল ভূঁইয়া এ কথা নিশ্চিত করেন। এর আগে মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ারের এনএভি দেড়গুণ হলে সেগুলো মার্জিন লোন পেত না। অর্থাৎ বাজারে এনএভিসহ ১০০ টাকার কোনো মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ১৫০ টাকা হয়ে থাকলে মার্চেন্ট ব্যাংক থেকে ওই শেয়ারের বিপরীতে মার্জিন লোন নেওয়া যেত না। এছাড়া মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট বরাদ্দের ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ করারও সিদ্ধান্ত নিয়েছে এসইসি। সেইসঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য প্লেসমেন্ট বরাদ্দের ক্ষেত্রে আর কোনো সীমা থাকছে না। আগে এ সীমা ১০ কোটি টাকায় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আনোয়ারুল কবির বলেন, "কমিশন মিউচুয়াল ফান্ডগুলোকে বুকবিল্ডিং পদ্ধতিতে দরপ্রস্তাব (বিডিং) প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইনডিকেটিভ প্রাইস পাবে।"


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.