আমাদের কথা খুঁজে নিন

   

শত্রু

আমি একজন প্রতিভা শূণ্য মানুষ।

শত্রু ............................... ধ্বংস চেয়েছি, নিপাত চেয়েছি কায়োমনে। গোপন কথায় বদনাম করেছি জনেজনে। আজ তারই দুঃখ দিনে, যতখানি কেঁদেছে, কেঁদেছি তারও বেশী সংগোপনে। যতখানি ব্যাথায় নীল, তারও বেশী পান্ডুর আমি।

যতখানি শত্রু তার বেশী মিত্র আজ বুঝালে অন্তর্যামী। দ্বিধায় বাঁধায় হাত কাঁপে বারেবারে। অংহবোধের চূড়ান্তে যাই না তার দ্বারে। অনেক ক্ষত লোকসানের এখনো সারা শরীরে। তবু তারই লোকসানে ব্যাকুল হই অধীরে।

আমার প্রাণের শত্রু, ধ্বংস চেয়েছি বারেবারে। আদৌ কি শত্রু? প্রশ্ন করে নিজেরে। উত্তর মিলে না; নিশ্চুপ কায়া। যতখানি ঘৃণা, তারও বেশী মায়া। হায়! কি করে করব আমার শুত্রুরে নাশ।

আমার সকল সঁপে তার পায়ে করেছি নিজের সর্বনাশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.