আমাদের কথা খুঁজে নিন

   

শত্রু.......

www.nahidlink.com

একদিন তো সবই ফুরিয়ে যাবে থাকবে না আকৃষ্ট করা মাদকতা, ভালবাসার আবেগ ভরা নূপুর নিক্কন। থাকবে না মনের উদারতা। সে দিন আর চোখের পলকে ছন্দের তালে দিবে না দোলা, ভালো লাগবে না সেদিন আর প্রিজনের মালা। কনঠ নালীর মিষ্টি আমেজ কর্কশ মনে হবে নিঃস্তব্দ আর নিরবতাকে আপন করে নেবে। চামড়া হবে ঢাল, চোখে থাকবে আবছা আধার।

থাকবে না মনে রঙ্গিন স্বপ্ন তোমার আমার মাঝে ছিল না কোন সম্পর্ক না ছিল ভালবাসা,ছিল না দুঃখ সুখের ছায়া। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। তুমিই আমার জীবনের অনেক ক্ষতি করে দিলে, কখনো ভুলব না আর এ ক্ষতির জন্য তোমাকে মাসুল দিবে হবে। এই জীবনে কম মানুষের সাথে মিশেছি। আর যার সাথে মিশেছি সে কোন দিন বলতে পারবে না "আমি খারাপ"।

তোমার সাথে পরিচিত না হওয়াই ভাল ছিল। বন্ধুর বান্ধুবী হিসাবে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ছিলে চেষ্টা করেছি ততটুকু সম্মান দিতে। একজন মেয়ে হয়ে আমার যতটুকু ক্ষতি করেছ, একটা ছেলে হিসাবে তা মেনে নিতে পারলাম না। কি আর বলব, কিছুই বলার নেই। বন্ধুর বান্ধবী হিসাবে নয় শত্রু হিসাবে তোমার সাথে দেখা হবে।

সবার খাতায় থেকেও যদি মাফ পেয়ে যাও। আমার কাছ থেকে মাফ পাবে না। অনেকটা সময় পাড়ি দিয়ে এসেছ, আরো সময় পাড়ি দিবে। চেষ্টা করো ভালো হতে। আরেকটা কথা শুনে রাখ যতটুকু ক্ষতি করেছ, তোমারই অতটুকু ক্ষতি আমি কামনা করছি এবং আমি সফল হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.