সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
এক হস্তরেখা বিশারদ আর এক
ভাগ্যগণনাকারী
স্পষ্ট বলে দিয়েছে,
আমার কোনো শত্রু নাই।
আত্মরক্ষার প্রস্তুতি ছাড়া আমি ঘুরি ফিরি।
সামান্য একটা ম্যাচবাক্স ছাড়া
আর কোনো দাহ্য পদার্থ
সঙ্গে রাখি না।
সকলেই জানে, আমি সিগারেট খাই।
তাই বৈধভাবে ওরকম বারুদ
সহজে বহন করতে পারি।
ভাবি,
সহসা আমার ঘাড়ে হামলে পড়বে না
কোনো আততায়ী।
কেউ হঠাৎ রাস্তা থেকে তুলে নিয়ে যাবে না।
কারণ আমার হাতে লেখা আছে,
আমার কোনো শত্রু নাই।
এই সুখ আমাকে মাঝে মাঝে
আকুল করে তোলে।
আমি সতর্ক চোখে আমার শত্রুদের দেখি।
দুবাহু এগিয়ে চিৎকার করে বলি, বন্ধু!
আর ভাবি, আমার হাতে ভুল করে কী লিখে দিলো
এই হাতের মালিক?
পড়তে পারি না তার অস্পষ্ট লেখা।
আমি গোপনে শত্রুতা লালন করি,
প্রতিহিংসা সাজিয়ে রাখি একের 'পর এক।
ভিন্নমতগুলোকে যত্নে গুছিয়ে রাখি
মাথার ভেতর।
বিরোধিতাকে মাথায় ক্যাপের মতো পরে থাকি।
তবু কোনো শত্রু নাই।
আমার রাশিফলে একথা স্পষ্ট করে লেখা আছে।
অন্ধ বিশ্বাসীর মতো
রাশি আর হস্তরেখা অনুসারে
যখনই কোনো শত্রু এসে সামনে দাঁড়ায় আমি
পুরনো অভ্যাসবশত
দু হাত বাড়িয়ে
খুব আন্তরিকভাবে আস্তে বা জোরে বলি, বন্ধু!
বার বার ভুল হয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।