আমাদের কথা খুঁজে নিন

   

একজন ব্যাচেলারের মৃত্যু

........
আমার জীবনটা ছিলো গন্তব্যহীন একটা কাঠের জাহাজের মত। সময়ের স্রোতে নিজেকে ছেড়ে দিতাম ইচ্ছা মতো। কোন চিন্তা নাই, ভাবনা নাই ,নেই কোন পিছুটান। মধ্যরাতে কখনো মনে হয়েছে জীবনটা অর্থহীন। ধুমধুম শব্দে গোথিক মেটাল এ্যালবাম কিছুক পর সেটাও বিরক্তিকর হয়ে ওঠে ।

মেইন গেটের চাবিটা চুরি করে গাড়ি নিয়ে বের হয়েছি অজানার উদ্দেশে । চাঁদ গলা রাতের রহস্যময় ভূতুরে আলোয় দিগন্তে বসে থেকেছি অনেকটা সময়। সারারাত বসেবসে গেম খেলে, সকালে ঘুম থেকে উঠে দেখি বারোটা বেজে গেছে । নাহ ! আজ আর অফিস যেতে মন চাইছে না। মুঠোফোনে ডাকলাম বন্ধুদের ,বাইক নিয়ে সারাদিন টো টো করে ঘুরে বেড়ালাম ।

সন্ধা থেকে গভীর রাত চললো আড্ডা। প্রতি রাতেই মায়ের বকুনি খেতাম ,দেরি করে বাসায় ফেরার জন্য। আমি এখনোও মাঝেমাঝে ডিনার করি রাত একটা দেরটা সময়। কোন নোটিশ ছাড়া বেমালুম গায়েব হয়েছি তিন দিন, সাত দিন, পনের দিনও। মা একটু টেনশন করতো ।

একবার হয়তো ফোনে বলেছি নো টেনশান, আর তখন আমি মনের সুখে ঘুরে বেরিয়েছি যমুনার সাদা চরে কাশফুলের মধ্যে। আহা, কি জীবন ! আমার এই সুখের জীবন মোটেও পছন্দ ছিলো না আমার বাপ আর ভাই এর । সারাজীবন অনেক অনেক বকা খেলাম , কোন কিছুতেই আমি সিরিয়াস ও সিনসিয়ার না বলে। তারা আমার বিরুদ্ধে অপরাজনীতিটা শুরু করেছিলো আরো দুবছর আগেই । কিন্তু , মারপ্যাচে আমার আমার সাথে কখনই পেরে উঠেনি।

(অবশ্য আমি জানতাম, এই যুদ্ধে আমার পরাজয় নিশ্চিত ) শেষে তাদেরই জয় হলো। ওহে আমার প্রিয় সামহোয়ারইনবাসী , আগামী ২৩ ই জুলাই রোজ শুক্রবার আমার ব্যাচেলার জীবনের শেষ দিন। শুরু হবে আর একটা নতুন জীবন । আপনারা সবাই দোয়া করবেন যেন নতুন জীবনেও সুখে শান্তিতে বাপ ভাই যেমনটা চায় ঠিক তেমটা সিরিয়াস, সিনসিয়ার হয়ে বাকি জীবনটা কাটাতে পারি।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.