হট নিউজ
বাংলাদেশের সংবিধানের তৃতীয়ভাগে নাগরিকদের কতিপয় মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান করা হয়েছে। এই অধিকারসমূহের মধ্যে রয়েছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী (অনুচ্ছেদ ২৭)। সরকার এবং সরকারি দল প্রকাশ্যে এখন মানুষকে এই অধিকার থেকে বঞ্চিত করছে। সংবিধানের ২৯নং অনুচ্ছেদে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, ৩১নং আইনের আশ্রয়লাভের অধিকার, ৩২নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, ৩৩নং অনুচ্ছেদে গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ, ৩৬নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা, ৩৭নং অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা, ৩৯নং অনুচ্ছেদে চিন্তা বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এবং ৪১নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে। সরকার তাদের প্রণীত যে সংজ্ঞার ভিত্তিতে দেশ ও দেশবাসীকে বিভক্তির দিকে ঠেলে দিয়েছেন তাতে শুধু বিভেদ নয় নানা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
যারা ভারতের পক্ষে কথা বলে, নববইভাগ গণমানুষের ধর্মাদর্শ ইসলামের প্রতি কথা ও কাজে বিদ্বেষ পোষণ করে এবং তাদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য এবং মূল্যবোধকে অলঙ্ঘনীয় বলে মনে করে না এবং আধিপত্যবাদের ক্রীড়নক তারা ক্ষমতাসীনদের দৃষ্টিতে স্বাধীনতার পক্ষ শক্তি। অন্যদিকে দেশের সকল হক্কানী আলেম উলামা, শিরক বিদআত বিরোধী ইসলামী রাজনৈতিক দল ও তাদের নেতাকর্মী, মাদরাসা শিক্ষক-ছাত্র জনতা, টুপি দাঁড়িধারী মুসল্লি, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, আধিপত্যবাদ বিরোধী ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সকল দলের নেতাকর্মী সমর্থক তাদের দৃষ্টিতে জঙ্গি, সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতার বিপক্ষ শক্তি। পক্ষ বিপক্ষের এই বিভক্তির ভিত্তিতেই সর্বত্র রাষ্ট্রীয় সন্ত্রাস, দুঃশাসন ও নৈরাজ্যের রাজত্ব কায়েম হয়েছে বলে মনে হয়। সরকারের পেটুয়াবাহিনী ও পুলিশ যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ, তাদের জুলুম নির্যাতনে প্রতিবাদী তাদের সকলকেই রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য করছে এবং শুধু রাজনৈতিক অঙ্গন নয় দুনিয়া থেকে সরিয়ে দেয়ার লক্ষ্যে গুম ও রিমান্ড নির্যাতনেরও আশ্রয় নিচ্ছে। প্রতিবেশী একটি দেশের গোয়েন্দাসংস্থা ‘র' এবং ইহুদী সংস্থা মোসাদ এ কাজে তাদের সহযোগিতা করার অভিযোগও উঠেছে।
ভারতকে বাংলাদেশের বন্দর, রেল সড়ক ও নৌ ট্রানজিট-করিডোর এবং আমাদের মূল্যবান গ্যাস কয়লা সম্পদ ব্যবহারের অনুমতিদানে সরকারের শর্তহীন তৎপরতা ও তাড়াহুড়ো এবং প্রতিবাদী কণ্ঠকে নিস্তব্ধ করার অপরিহার্য গরজ সর্বত্র মানুষের মধ্যে এই অনুভূতির সৃষ্টি করেছে। তারা এই অবস্থাকে ইসলামের বিরুদ্ধে ইহুদী মুশরিকদের ঐক্যবদ্ধ ক্র্যাকডাউন বলে মনে করছেন। তাদের স্তম্ভিত ও হতবাক অবস্থা আমাকে ঘূর্ণীঝড়-পূর্ব নিম্নচাপজনিত স্তব্ধ আবহাওয়ার কথাই স্মরণ করিয়েদেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।