আমাদের কথা খুঁজে নিন

   

কলঙ্ক বাংলাদেশে ক্ষুধার জ্বালা সইতে না পেরে তরুনীর আত্মহত্যা

আরশীতেমুখ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভাব সইতে না পেরে তর“নী আত্মহত্যা এনএনবি (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভাবের তাড়নায় মনা ওঝা (১৫) নামের এক তর“নী আত্মহত্যা করেছে। গতকাল সোমরার দুপুরে বিষ খেয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী জানায়, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভূতেরবাড়ী গ্রামের নিত্যানন্দ ওঝার স্ত্রী কয়েক বছর আগে মার যায়। ফলে তার ছেলেরা বিয়ে করে আলাদা হয়ে গেলে সংসারে অভাব নেমে আসে। নিত্যানন্দ ওঝার কোন কাজ না থাকায় অভাব সংসারে আরো বেড়ে যায়।

ফলে মেয়েকে নিয়ে নিত্যানন্দকে খেয়ে না খেয়ে দিন কাটাতে হতো। এর ফেলে অভাব সইতে না পেরে নিত্যানন্দ ওঝার মেয়ে মনা সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্ঠা করে। পরে পরিবারের লোকজন ও গ্রামবাসী মনাকে কোটালীপাড়া স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করলে দুপুরে মারা যায়। খবর বার্তা সংস্থা এনএনবির : মনা মরে গেছে ! কিন্ত আমাদেরকে একটা কলঙ্কের মধ্যে ফেলে গেছে। প্রতিদিন দেশের ধনী মানুষ গুলো্র খাবার অপচয় করা দেখলে মনার কথা মনে পড়বে আমার।

আমি হয়তো খাবার অপচায় করার মত ধনী নয় । বিন্তু চোখের সামনে আনেক কে দেখি । ওদরে চলা ফেরা দেখে মানে হয়না যে এ দেশে কেউ কেউ না খেয়ে থাকে। ৎৎ শুধু মনা ওঝা নয় বিভিন্ন সময় আমি ব্লগের মাধ্যে আপনাদেরকে আরো খবর দিয়েছিল অনাহারে মৃত্যুর । খবর দিয়েছিলাম খাদ্যের অভাবে শিশু বিক্রর।

কিন্তু কেউ কথা শুনেনা । সবাই নিজের মত করে চলে । নিজের গায়ে ডিল আসলেই শুধূ প্রতিবাদ করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।