আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের কলঙ্ক...।

মানুষ জন্মের সময় নিষ্পাপ হয়ে জন্ম নেয়...। বড় হওয়ার সাথে সাথে নানা ধরনের অপরাধ এ জড়ায়...। মানুষ যত সুন্দরই হোক না কেন একটু না একটু দাগ তার জীবনে থাকেই ...। এই বিেশ্ব সবচেয়ে সুন্দর জিনিস চাঁদ...। এর পক্ষে অনেকের দ্বি্মত থাকতে পারে... । যাই হোক, আসল কথা হল চাঁদের ও কলঙ্ক আছে...। কিন্তু কথা হল মানুষ তো অপরাধ / খারাপ কাজ করে কলঙ্কিত হয়...। চাঁদ কি করেছিল যার জন্য চাঁদের গায়ে কলঙ্ক ????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।