আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ কলঙ্ক কথা



সেই ভোর বেলাতে- ঝিঁঝিঁ পোকার আবেগহীন সুর; আর একমুষ্ঠি পোড়ামাটি;- আমাকে উশৃঙ্খল করে তুলেছিল, সেরাত দুফোটা বৃষ্টিতে ভিজেছিল। জড়োসড়ো দুটি চোখের পাতায়- এক বিজলী ঘুম এসেছিল; একখন্ড মাংসপিন্ড নীল রং দেখেছিল, তবুও- সাদাকালো পর্দায় একটি স্বপ্ন এঁকেছিল। একটুখানি আলো পায়নি বলে- কলঙ্কের ফ্রেমে বাঁধা হয়নি- এমৃত চোখে আজ ও চোখ রাখা হয়নি। অতঃপর একখন্ড কাগজ পেয়েছি। আজ ভোর হয়নি; বলে- বিচ্ছুরত উল্লাসে বলা হলোনা, অবশেষে বোনের রক্তমাখা দেহখানা ধূসর প্রাসাদে মিশে গিয়েছে........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।