আমাদের কথা খুঁজে নিন

   

একজন গরীব স্ক্রীপ্ট রাইটারকে জন্মদিনের শুভেচ্ছা

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

দুই বছর আগের কথা। ঠিক ঠিক হিসাব করলে অবশ্য দুই বছর তিন মাসের চেয়ে বেশি কিছু সময় হবে। ঘরের ক্রমাগত খসে পড়া পলেস্তরাময় দেয়ালে ঝুলে থাকা ক্যালেন্ডারে তখন মার্চ ২০০৮। আচ্ছা গল্পের শুরুটা কেমন হয়েছে? চমক লাগানো না? আরে ভাই, এতোই যদি চমক দিতে পারতাম তাহলে তো আমিও লেখক কিংবা স্ক্রিপ্ট রাইটার হয়ে যেতাম। কিন্তু আমি কি আর স্ক্রিপ্ট রাইটারের মতো করে হুট করে গল্প কিংবা চিত্রনাট্য নামায়া দিতে পারি? তারচেয়ে বরং অন্য আরেকটা বিষয়ের অবতারনা করি।

ফিরে যাই সেই সময়ে, অর্থাৎ ২০০৮ সালে। এখনকার সময়ের চেয়ে সেই সময় ব্লগে প্রচুর সময় দিতাম। তো মার্চের এক দিনে কিছুটা গোয়েন্দাগিরী করে আবিস্কার ব্লগের একজন গরীব স্ক্রিপ্ট রাইটার আউলা র জন্মদিন ৩০ মার্চ। বিরাট আবিস্কার মনে করে এক আবেগঘন জন্মদিনের পোস্ট দিয়ে বসলাম। কিন্তু পোস্ট দিয়েই বুঝলাম কি ভুলটাই না করেছি! উপলব্ধি হলো শার্লক হোমস তো দুরের কথা, গোয়েন্দাগিরীতে 'মি. গ' হওয়ারও যোগ্যতা নাই।

তবে তারপর থেকে ব্লগার আউলার জন্মদিন নিয়ে বরাবরই সেইফসাইডে থাকি। অবশ্য পরে জেনে গেছি আউলার জন্মদিন ১৮ জুলাই। অবশ্য এই বিষয়ক সন্দেহ এখনও পুরোপুরি দুর হয় নি। এইজন্য আজকেও একবার আউলাকে ১৮ জুলাইয়ের জন্মদিন বিষয়ক প্রশ্ন করলাম। অপরপক্ষ থেকে উড়ে আসলো রহস্যময় উত্তর।

'তাই নাকি?'। রহস্য বুঝতে অক্ষম এই আমি আরেকবার পোস্ট দিতে বসে গেলাম। অবশ্য এইবার নিশ্চয়তা প্রদানকারী হিসেবে এলাকাবাসী জেরী আছেন। এলাকাবাসী নিশ্চয়ই আরেক এলাকাবাসীকে নিয়ে এই ভরা ব্লগে ফান করে বেড়াবেন না। (কিছুটা সাহস পাচ্ছি ) যাই হোক জন্মদিনের শুভেচ্ছা জানাতে তো সমস্যা নাই।

শুভ জন্মদিন গরীব স্ক্রিপ্ট রাইটার আউলা । সুখে শান্তিতে কাটুক অনাগত সময়। যারা চোখ কুচকে ভাবছেন গরীব স্ক্রিপ্ট রাইটার আবার কিতা? তাদের সদয় অবগতির জন্য এইখানে একখান ক্লিক করে দেখে নিতে অনুরোধ করছি। বিশেষ দ্রষ্টব্য : কেক্কুক খাওয়ার জন্য আমি নিজেই ওয়েটিং লিস্টে আছি। সুতরাং কেউ কেক্কুক খাওয়ার জন্য দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ দাবি জানালে আমার নামটাও তকলিফ করে লিষ্টে ইনক্লুড করে দিয়েন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.