যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
সকালে বিশেষ কোন কাজ নেই, ঘুম ভাঙ্গলো ট্রান্সফর্মার বিষ্ফোরনের শব্দে। বিদ্যুৎ কবে আবার আসবেন সেটা নিয়ে গভীর দ্বিধা সংশয় দেখা দিয়েছে। জমানো বিদ্যুৎ দিয়ে ল্যাপটপ বা কোলনির্ভর এখন পর্যন্ত সচল এটাই যা ভরসা।
কালকে একটা ভাইভা, তাই ভেতরে ভেতরে নার্ভাস ফিল করছি অনেক। নার্ভাস ফিল করলে আমি বরাবরই অন্য কাজ করার মধ্য দিয়ে সেটা মোকাবিলা করতে শুরু করি। কিন্তু এই মুহুর্তে কোনভাবেই কিছু হচ্ছে না, আমি আগের মতই নার্ভাস। কোন কিছু যখন হচ্ছেনা তখন ছবি নিয়ে ঘাটাঘাটি করতে দোষ কি.....
শহরের ঘুড়ি: গত সপ্তাহ, সাত মসজিদ রোডে
বাজিকর: ১লা বৈশাখ ২০১০
নগরের হাওয়া পথ: গত সপ্তাহ, আর্শীবাদ বাসে, মেট্রো শপিং মলের সামনে
নগরের হিমালয়, বিলবোর্ড: গত সপ্তাহ, ঢাকা কলেজ থেকে নিউমার্কেট যাবার পথে
জ্যামিতিক রেখাগুলো: গত সপ্তাহ, নুর জাহান রোড
সবুজে মুক্তি: গত সপ্তাহ, জাতীয় নাট্যশালা
আলোর কারবারী: গত সপ্তাহ, ধানমন্ডি ৩।
দ্যা মেকানিক: গত সপ্তাহ, ধানমন্ডি ৩।
জীবনের ঠিক ঐ পাশে: গত সপ্তাহ, জাতীয় নাট্যশালা
নাটুকে নাটক: গত সপ্তাহ, জাতীয় নাট্যশালা
গর্বের স্মৃতি: গত সপ্তাহ, জাতীয় নাট্যশালা
দ্যা ডিপার্টেড: গত সপ্তাহ, জাতীয় নাট্যশালা
নগর আবাস: ডিসেম্বর ২০০৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।