একটার পর একটা চক্র যেন, গ্রাস করে প্রাণ নাশের মতো হুমকি। ও মোর মৃত্যু,তুমি কি সত্যি সত্যি মানো? জীবন - বেঁচে থাকার স্বপ্ন মেকী। স্বপ্ন স্বাধের বেঁচে থাকা কেমন? হার মজ্জাতে মর্মে মর্মে বাজে। আর একটা দিন, একটি ক্রন্দন! জীবন্ত লাশ ফেরি করে,ভব মাঝে। তবুও নিষিদ্ধ শীর্ষ অনুভূতির অদ্ভুদ কামনায় আঁনচান মন। দ্বগ্ধ আত্মা' পথে শেষ আরতির, টুকরো সুখ স্মৃতির শত বন্ধন। বাঁচবো কেন? মরবো দেখে ব্যগ্র বাহু, শনির বলয়ে জব্দ বুঝি এ যাদু!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।