দৌড়ের উপর আছি বাঙ্গালীর স্বভাব হইলো খলি চোথা আউড়ানো। কিছু হইলেই একই গান, টপ অর্ডার....টপ অর্ডার। আরে ভাই, আগে দেখেন আসলেই টপ অর্ডার ব্যার্থ নাকি অন্য কোন ঘটনা আছে। কার স্বার্থে লোড শেডিঙ্গের এই দেশে রাতের বেলায় খেলা? যেখানে বিকাল ৫ টা থেকে কুয়াশা পড়া শুরু হয়, সেখানে কি আপনি আশা করেন, আপনার দল বারবার দিনের আলোতেই ব্যাট করবে? আসলে নীতি নির্ধারকরা এসব নিয়ে চিন্তিত না, কারন বাংলাদেশ জিতুক আর হারুক, ক্রিকেট পাগল বাঙ্গালী খেলা দেখতে যাবেই। তাই তাদের ইনকাম নিয়ে কোন সমস্যা নেই।
তাছাড়া সবাই শেষ পর্যন্ত খেলোয়াড়দের দোষ ই দিবে, তারা থাকবে নিশপাপ
আমি আজকের খেলা দেখে মোটেও কষ্ট পাইনি। কারন বাংলাদেশ কখনো হাল ছাড়েনি। পরিস্কার দেখা গেছে কুয়াশার কারনে পিচে বিভিন্ন জায়গায় বিকৃতি। তারপরও যেভাবে তারা ফিরে এসেছে তা অসাধারন। আবারো বোর্ড কর্মকর্তাদের প্রতি নিন্দা জানাই কুয়াশার সময়ে ডে-নাইট ম্যাচ আয়োজন করার জন্যে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।