শনিবার বিকালে সিরাজগঞ্জ শহরে শহীদ এম মুনসর আলী অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক লীগের সন্মেলনে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, সংসদের বাইরে আর কোনো সংলাপ হবে না। কেউ যদি সংলাপ করতে চান তাহলে সংসদে আসতে হবে।
বিরোধীদল সংসদে এলে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো নিয়ে সংলাপ হবে।
আর সেই সরকারের প্রধান হবেন শেখ হাসিনা।
এর কোনো বিকল্প নেই।
নাসিম বলেন, খালেদা জিয়ার কথায় সারা দিয়ে প্রধানমন্ত্রী প্রকাশ্য সভায় তাকে সংলাপের আহবান জানিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হেফাজত নেতাদের ঢাকায় ডেকে এনে তাণ্ডব চালিয়েছেন।
দলীয় নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানিয়ে নাসিম বলেন, আগামী দিনে সরকার পতন অন্দোলনের অজুহাতে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য জামায়াত-বিএনপি রাজপথে তাণ্ডব চালাবে।
তাদের প্রতিহত করার জন্য স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবন্ধ করে রাজপথে প্রস্তুত থাকতে হবে।
জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুজ্জামান আলোর সভাপতিত্বে সভায় দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।