আমাদের কথা খুঁজে নিন

   

সংসদের আড্ডাময় বিকেলগুলো

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

(প্রিয় বন্ধু রাহমান,শামীম, শরীফ, জন, রাজন, রাহুল, কাউছার, সাইফুল, শাখাওয়াত, রুবেল, এবং অনেকেই.....) সংসদে ভবনের খেজুর গাছের নীচে বিকেলগুলো ঝরে পড়ে কালো শাদা আর রঙ্গীন পোশাকের রকমারি মানুষ দেখতে দেখতে সন্ধ্যেটা রাত্রির অতলে অন্তরীন আড্ডাবাজ তরুনরা গল্পে মশগুল নারী এবং এইসব বিষয়ে... ক্লাশ শেষের ক্লান্তিগুলো হত্যা করি বিকেল বেলার সংসদে রকমারী মানুষের ভীরে হারিয়ে যায় দিন শেষের অলসতা। গনিত না বুঝা আমি মন দেই মানুষ বোঝায় মানুষের উপরে কোন সত্য নাই...কোন গনিত নাই মানুষের কপালে লেখা থাকে গনিতের কঠিন কঠিন সূত্র মানুষের আবেগ, ভ্রূকুটি, অভিব্যক্তিতে রহস্যের মুক্তা-দানা কেবল মানুষই আমাকে ঝট খুলতে সাহায্য করে কেবল মানুষই আমাকে প্রেরনা দেয় বেঁচে থাকতে হাজার বছর। প্রতিদিন আমি সংসদে যাই আড্ডাবাজ মাতালের প্রেমে পড়তে প্রতিদিন আমি সংসদে যাই মানুষ বোঝার রসায়নে ডুবে মরতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.