আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতি ব্লগারদের কাছে ৩টি প্রশ্ন।

http://www.facebook.com/Kobitar.Khata

জামায়াতে ইসলামী সাপোর্ট ফোরাম নামে জামায়াতের একটি ওয়েবসাইট আছে। সেখানে জামায়াতের ইতিহাস পড়লাম। এই লিংকে গেলে আপনারাও পড়তে পারবেন। Click This Link এই লেখাতে এক পর্যায়ে লেখা আছে - ১৯৫৫ সালে মাওলানা আব্দুর রহীম পূর্ব পাকিস্তানের আমীর নির্বাচিত হন। ১৯৭০ সালে তিনি জামায়াতে ইসলামী পাকিস্তানের নায়েবে আমীর হলে পূর্ব পাকিস্তানের আমীর নির্বাচিত হন অধ্যাপক গোলাম আযম।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জামায়াত প্রকাশ্যে কাজ করেতে পারেনি। ১৯৭৬ সালে কয়েকটি অধুনালুপ্ত দলের সমন্বয়ে মাওলানা সিদ্দীক আহমদের নেতৃত্বে আইডিএল [ ইসলামিক ডেমোক্রেটিক লীগ] নামে P.P.R [Political Parties Regulation] এর আওতায় এক নতুন দল গঠিত হয়। জামায়াত নেতাকর্মীরা এ নতুন প্লাটফর্মে কাজ করে। পরে ২৫শে মে ১৯৭৯ সালে এ কথা ঘোষণা করা হয় যে জামায়াতে ইসলামী বাংলাদেশে এখন থেকে প্রকাশ্যে কাজ করবে এবং তখন থেকে করে আসছে। প্রিয় ব্লগার, আপনার ঘটে যদি কণামাত্র বুদ্ধি থাকে তাহলে এখানে কি বলা হয়েছে তা আপনি এক নিমেষে বুঝে নিবেন।

এখানের লেখা গুলো থেকে আমি কয়েকটি প্রশ্ন করছি। জামায়াত বা শিবিরের ব্লগারেরা কি উত্তর দেন তার অপেক্ষায় রইলাম? **১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জামায়াত প্রকাশ্যে কাজ করেতে পারেনি। আমার প্রশ্ন কেন জামায়াত প্রকাশ্য কাজ করতে পারেনি? কি তাদের অপরাধ ছিল, কেন তাদের প্রকাশ্যে কাজ করতে দেয়া হয়নি? ** ১৯৭৬ সালে কয়েকটি অধুনালুপ্ত দলের সমন্বয়ে মাওলানা সিদ্দীক আহমদের নেতৃত্বে আইডিএল [ ইসলামিক ডেমোক্রেটিক লীগ] নামে P.P.R [Political Parties Regulation] এর আওতায় এক নতুন দল গঠিত হয়। আমার প্রশ্ন কি এমন ঘটনা ঘটেছিল যে যার কারণে জামায়াতকে প্রকাশ্য রাজনীতি না করে গোপন সংগঠন তৈরি করতে হয়েছিল? ** পরে ২৫শে মে ১৯৭৯ সালে এ কথা ঘোষণা করা হয় যে জামায়াতে ইসলামী বাংলাদেশে এখন থেকে প্রকাশ্যে কাজ করবে এবং তখন থেকে করে আসছে। আমার প্রশ্ন, ২৫শে মে ১৯৭৯ কে জামায়াতকে প্রকাশ্যে কাজ করার অনুমুতি দিয়েছিল? তখন দেশের শাসন ক্ষমতায় কে ছিল? সে শাসকের সাথে কি কোন গোপন আঁতাতের মাধম্যে জামায়াত প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়েছিল? আরেকটি বোনাস প্রশ্ন।

এই লেখা থেকে জানতে পারলাম জামায়াত অনেক পুরাতন সংগঠন। কিন্তু ৭১ মুক্তিযুদ্ধের মতো এত বড় একটি ব্যপারে জামায়াতের কোন ভুমিকা থাকবে না এটা হতেই পারে না। কিন্তু তারা এই লেখাতে মুক্তিযুদ্ধে তাদের ভুমিকার কথা কিছুই বলেনি। কিন্তু কিছু এটি ভুমিকা তো অবশ্যই ছিল, তাই না? সেই ভূমিকাটা কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.