আমাদের কথা খুঁজে নিন

   

সুদানে বন্যায় ৫০ জনের মৃত্যু

চলতি মাসে সুদানে ভয়াবহ বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, গৃহহীন হয়েছে তিন লাখেরও বেশি মানুষ। 

বিবিসি অনলাইন আজ  শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে এ খবর জানিয়েছে। 

সুদানের রাজধানী খার্তুমের আশপাশের এলাকাগুলোই বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গত ২৫ বছরে এটিই সবচেয়ে মারাত্মক বন্যা বলে জানিয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থাটি। 

এদিকে, ডব্লিউএইচও বন্যায় ৫৩ হাজার শৌচাগার ধসে পড়ায় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে। 

সুদানের ১৮টি রাজ্যের মধ্যে ১৪টিতে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ডব্লিউএইচও। 

সুদানে কর্মরত জাতিসংঘের মানবিক বিষয় সম্পর্কিত সমন্বয়ক মার্ক কুটস্ গত সপ্তাহে জানিয়েছেন, চলতি বছরের তহবিল স্বল্পতা সত্ত্বেও বন্যার্তদের সহায়তায় ডব্লিউএইচও প্রস্তুত।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.