আমাদের কথা খুঁজে নিন

   

ফেরি ডুবে দ. সুদানে দুই শতাধিক লোকের মৃত্যু

চলমান সংঘাত থেকে রক্ষা পেতে পালিয়ে যাওয়ার সময় দক্ষিণ সুদানের নাইলে ফেরি ডুবে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে ফিলিপ আগুয়ার নামে এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। 

এদিকে, দক্ষিণ সুদান সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘাতে সাড় তিন লাখ মানুষ বাড়িঘর ছেড়েছেন বলে জাতিসংঘের (ইউএন) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলেও জানায় ইউএন। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।