jibono moroner simana charaye
বেশ কয়েকদিন হলো ব্লগ দেখি, পড়ি। কিন্তু সদস্য হব হব করেও হইনি। কিন্তু আজ ব্লগ আমাকে টেনে আনল শেষ পর্যন্ত তার কাছে। সুন্দর বিচিত্র মনে হচ্ছে এই জায়গাটা। জানি না কিভাবে চলবো এখানে। সবার আশীর্বাদ চাইছি। চাইছি সবার বন্ধুতা।
প্রথম দিন কিইবা লিখবো-
দিকশূণ্য পরবাস - ০০
অকুল সাগর, অফুরান্ত সময় আর মূর্তিমান জাগরূক মায়াময় নঅমর জীবন, সবই তো বেঁচে থাকার দৃশ্যপট আর পথ অতিক্রমের বাস্তবতা। ঈশ্বরের মহিমার কথা চিন্তায়-চিত্তে-চেতনায় সপ্রভ প্রতিভাত করা যায় না ঠিকই, কিন্তু সাগরের বিশালতার মহত্ব, সময়ের সম্মুখে অগ্রসরমান গতি আর জীবনের জন্ম, জীবনের যাপন আর জীবনের মৃত্যু এই ত্রিসীমানায় জীবনের নিয়মের স্বরূপ সবই তো ঈশ্বরের অপার লীলা। তাহলে একা পথ চলতে এত বিড়ম্বনা কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।