জঙ্গলে সাপ আছে...
তাই বলে জঙ্গলে মঙ্গল কামনায়
তপোধ্যান আমার জন্য মানা ?
জঙ্গলে বাঘ আছে...
তাই বলে কি খুব কাছ থেকে
বাঘ দেখা আর বাঘের গর্জন শোনা আমার জন্য নিষেধ?
জঙ্গলে বিষাক্ত অনেক কিছুই আছে...
মরতে পারি সেই ভয় দেখাও?
বিষ এমনিতেই আমার শরীর জুড়ে।
গভীরে যেওনা লোকালয়ের কাছে থেকো..
লোকালয় মানেইতো মানুষ। তাই নয়কি?
তবে কি তুমি মানুষের কাছ থেকে দূরে যেতে চাও ?
হাঁ, আমি মানুষের না। পাখির গান আর সবুজের গন্ধ চাই।
জঙ্গলে কিন্তু বনমানুষ আছে...
তাতে কি? মানুষ তো নেই?
তুমি কি তবে একঘরে হয়ে রইবে...
হাঁ।
কেন?
কারন জঙ্গলে অনেক কিছু থাকলেও অন্তত পাপ নেই, সে বড় নিষ্পাপ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।