মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!
মাঝে মাঝে ডিজিটাল বাংলাদেশের ওয়েবসাইটে ঢু মারি। আজকেও ঢু মারতে গিয়ে একটা নিউজ দেখলাম। ব্লগারদের মধ্যে অনেকেই দেশে ও দেশের বাইরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখাপড়া করেন বা করেছেন বা এর সাথে সম্পর্কিত কর্মস্থলে আছেন।
পত্রিকার পাতায় সেভাবে চোখে পড়েনি খবরটা। তাই ভাবলাম শেয়ার করি।
বিজ্ঞান মন্ত্রনালয়ের ওয়েবসাইটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালা-২০১০-এর খসড়া প্রকাশ করা হয়েছে ২৩ জুন। সেখানে সবার মতামত চাওয়া হয়েছে এ ঠিকানায়ঃ
মেইল -
অথবা
অধিশাখা-১০
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়
বাংলাদেশ সচিবালয়
ঢাকা-১০০০
খসড়াটা ডাউনলোড করা যাবে এখান থেকে।
খসড়াটা ইংরেজীতে দেয়া, বিজ্ঞানের ব্যাপার হলে কি কেবল ইংরেজীই হওয়া লাগে নাকি? বাংলাদেশের একটা বিজ্ঞান পলিসি কি বাংলা ভাষায় থাকতে পারে না? কি জানি? এগুলো হর্তাকর্তাদের ব্যাপার। তবে আমার কাছে মনে হয়েছে বাংলায় থাকলে ভালো হতো।
যাই হোক, আমি নিজেও এখনো পুরোটা ডিটেইলস পড়ে দেখিনি।
একবার চোখ বুলিয়ে গেছি মাত্র। তবে আমরা সবাই যদি কিছু কিছু মতামত জানাতে পারি, আশা করি সেটা নিশ্চয়ই ভাল হবে।
মতামত পাঠানোর শেষ তারিখ অবশ্য আমার চোখে পড়েনি।
আসুন না, আমরা ভবিষ্যতের বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপারে কি কি আশা করি সেগুলো লিখে জানানোর চেষ্টা করি। আমাদের পাত্তা দিক আর না দিক, কিন্তু দেশ নিয়ে সিস্টেমেটিক পন্থায় একটু গঠনমূলক চিন্তা করার অভ্যাসতো গড়ে উঠবে আমাদের মাঝে, তাই বা কম কি? আর একবার খসড়াটা পড়ে দেখলে জানাও যাবে সরকার কি ধরণের চিন্তাভাবনা করছে এ ব্যাপারে।
বেশি কি আঁতেল মার্কা পোস্ট হয়ে গেল??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।