আমাদের কথা খুঁজে নিন

   

আইন-শৃঙ্খলা বাহিনীর বে-আইনী কর্ম!!!

নিজের বিষয়ে কিছুই বলিবার নাই

আসসালামু আলাইকুম, আজিকাল পত্র-পত্রিকার পাতা খুলিয়া নজর বুলাইতেই যে-খবরটি নানাভাবে চোখে পড়িবার মতন তাহা হইতেছে আইন-প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে সাধারণ নাগরিকগণের নিগ্রহের কাহানি। কোথাও চলিতেছে চাদাবাজী, কোথাও ছিনতাই আবার কোথাও আসামীকে আটক রাখিবার নামে তাহার উপর নির্যাতন এবং পরিশেষে অমানবিক মৃত্যু। মাঝে এইসব অপকর্মের সহিত র্র্যাবের নাম শোনা গেলেও এখন পুরিশ বাহিনীর নাম নানাদিক হইতে উচ্চারিত হইতেছে। আর তাহাদের কাহিনীও মজুদ। এ খুনি সে ছিনতাইকারী ও চাদাবাজ।

যেন খুনি ছিনতাইকারী চাদাবাজ হইলেই তাহার উপর নির্যাতন করাটা জায়েজ হইয়া যায়!!! আইন-শৃঙ্খলা বাহিনী যখন এই রূপ বর্বরের ন্যায় আচরণ করিয়া থাকে তখন বুঝিতে হইবে দেশে প্রকৃত ন্যায়-বিচারর ঘাটতি রহিয়াছে। এইটা তো আজ নতুন ঘটিতেছে না। সত্তেরর দশকে ঢাকায় সমাজতন্ত্রীরা নাকি শ্লোগান ধরিতো (অন্যের অভিজ্ঞতা হইতে জানিয়াছি): পুলিশ তুমি যতই মারো বেতন তোমার দুইশ বারো বামপন্থীদের মিছিলে পুলিশের অমানবিক আচরণের প্রতি কটাক্ষ করিয়াই এইসব বলা হইতো। কিন্তু এখনকার পুলিশ তথা আইন-শৃঙ্খলা বাহিনী এখন দুইশত বারো টাকাতেও ক্ষান্ত হইতেছে না। তাহারা এখন লক্ষপতি কোটিপতি হইবার আকাঙ্খা করিয়া থাকে।

আর সেই জঘন্য আকাঙ্খাকে রাষ্ট্রের মালিকগণ (জনসাধারণ নয়। সরকার) নানা-কায়দায় প্রশ্রয় দেয়া শুরু করে। আর তখনই মুখোশ খুলিয়া পড়িয়া যায়। আইন-শৃঙ্খলা রক্ষার সহিত যাহারা জড়িত তাহাদের ভক্ষক-চেহারা প্রকাশিত হইয়া যায়। পুলিশের প্রতাপের দিকে খেয়াল করিয়াই কলিকাতা শহরের নকশালগণ একসময় দেয়ালে লিখিয়া রাখিতো : অর্ধেক দেবতা তুমি অর্ধেক পুলিশ আমাদেরও কি এখন সেই কথা বলিতে হইবে? দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হউক।

সকলে ছহি-ছালামতে থাকিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.