আমাদের কথা খুঁজে নিন

   

মূর্খ ভেরার পাল

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

কিছু ফুল শায়িত হবে এখানে মৌন বিদ্রোহ হয়ে প্রেমিকার মৃত্যুতে লেলিহান কৃষ্ণচূড়া কাঁদবে সবুজ কংক্রীটে প্রতিটা শব্দের পেছন কতটা রক্ত ঢেলেছে মানুষ তার চিহ্ন দেখা যাবে উন্মুক্ত মে ফ্লাওয়ারে দূষিত শাপলা আবার মাথা তুলে দাঁড়াবে স্বমহিমায় প্রতিটা শব্দের পেছনে কতটা রক্ত ঢেলেছে মানুষ লেখা থাকেনা বেয়নেটে ঐ কংক্রীট, সুউচ্চ কংক্রীট ভেদ করে ফেলবে সবুজ শেওলা তার শেকড়ে শেকড়ে ভূমিতে নেমে আসবে উড়াল যানের দল ভূপতিত হবে প্রতিটা শব্দের পেছনে কতটা রক্ত ঢেলেছে মানুষ লেখা হবে অলৌকিক অক্ষরে হে মূর্খ ভেরার পাল ততদিনে তোমাদের সমস্ত ইন্দ্রিয় গ্রাস করবে ভীতু যন্ত্রেরা তোমরা তাদের খাদ্যপাচ্য হবে প্রতিটা শব্দের পেছনে কতটা রক্ত ঢেলেছে মানুষ সেই ইতিহাস তোমাদের ক্ষয়িত রন্ধ্র দিয়ে উঠে আসবে, প্রবল স্রোত হয়ে হে মূর্খ ভেরার পাল তোমাদের বোকাবোকা লাশে যে অর্থনীতির ঘূণ পোকা তারাও মারা পড়বে একেএকে হে মূর্খ ভেরার পাল চোখ মেলে দেখ মানুষের রক্তের ইতিহাস কীভাবে রেচনপরিপাক বেয়ে তোমাদের চলমান শবের দিকে শব্দ করতে করতে ধেয়ে আসছে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.