চেয়ে থাকি অপলক...... রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী আমরা সকলেই জানি। রাধা গোসল করার সময় কৃষ্ণ রাধার কাপড় নিয়ে গাছে উঠে। ফলতঃ রাধা উলঙ্গ অবস্থায়.........
বলার অপেক্ষা রাখে না যে এটা নিতান্তই নিম্ন শ্রেনীর একটা কাজ। কিন্তু দেবতা তো নিচু কাজ করতে পারে না। সুতরাং এর একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা অবশ্যই আছে............
ব্যাখ্যাটা এরকমঃ
কৃষ্ণ রাধার প্রেমের পরীক্ষা নিতেই একাজ করেছিল।
কৃষ্ণ ভেবেছিল-কৃষ্ণের প্রতি রাধার ভালবাসা থাকলে রাধা নিজের লজ্জা-ভুষণের কথা ভুলে কৃষ্ণের টানে উলঙ্গ অবস্থায় তার কাছে চলে যাবে।
এবং শেষ পর্যন্ত কৃষ্ণই জয়ী হয়েছিল।
একবিংশ শতাব্দীতে এসে এরকম একটা উদ্ভট ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হলে আমার বলার কিছু থাকার কথা না। তবে যদি মনে হয় ভেবে দেখার দরকার আছে, তাহলে আমি বলব-পৃথিবী যতই এগিয়ে যাক না কেন! ধর্ম বেঁচে থাকবেই -ধর্মকে আমরা বাঁচিয়ে রাখবোই - আমরা একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দাড় করাবোই।
কারন এটা থেকে বের হতে যে পরিমাণ সাহস দরকার তা আমাদের অনেকেরই নেই।
আর যাদের আছে তাদের অনেকেই এত confident যে....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।