To put the world right in order, we must first put the nation in order; to put the nation in order, we must first put the family in order; to put the family in order, we must first cultivate our personal life; we must first set our hearts right -Confucius
মিসর ও তিউনিসিয়ার গণ-আন্দোলনে সামরিক একনায়কদের পতনের পর আরব দেশগুলোতে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা এখন সংহিস রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। হোসনি মোবারকের পতনের এক সপ্তাহের মধ্যে বাহরাইন ও লিবিয়ায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ইয়েমেনেও সরকার পক্ষ ও বিরোধী দলের মধ্যে সহিংস আন্দোলন চলছে। মধ্যেপ্রাচ্যে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে। ইতোমধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৪ ডলার ছাড়িয়ে গেছে। তবে বাহরাইনের আন্দোলন পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হিসেবে দেখা দিয়েছে। ন্যাটোভুক্ত দেশের বাইরে সামরিক ও কৌশলগত দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশের একটি হলো বাহরাইন।
বুঝলামনা হঠাৎ ঐ মুর্খ আরব গুলা এত্তো জ্ঞানী হৈলো কেমতে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।