আমাদের কথা খুঁজে নিন

   

মূর্খ মাঝি

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । আমি হারবনা ডাকবো না আর তোরে কাদবনা আর সকাল হলে বালিশ বুকে করে। তুই যদি হস ভীষণ ভালো আমি না হয় মন্দ এতেই যদি থাকিস খুশি মনের দরজা করলাম বন্ধ । জান জান অনেক করসি যোগ্য নস তুই তার এখন থেকে আমই আমার নই এখন আর কার ! সারাদিনের ভেনভেনানির হোল অবসান ভালো আছি সবার মাঝে নাই কোন আর মান। মাঝি মাঝি বইলা তোমায় তুলসি মাথার পরে আজ থেকে দেখ উপর থেকে কেমনে ফালাই তোরে। বদের হাড্ডি বদ মেজাজি মেজাজ দেখাও আমায় তোমার যদি দেমাগ থাকে কম নাইও আমার । মূর্খ মানুষ জালিম মাঝি জাহান্নামে জা আমই আছি মহা সুখে তুই , আঙ্গুল চুষে খা !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.