পাথরের উপর চোখের জল ফেলো না তোমার চোখের জলটাই নষ্ট হবে পাথর ভিজবে না !
গ্রাম থেকে গ্রামান্তর, দেশ থেকে দেশান্তর,
তোমাকে খুঁজেছি!! সমস্ত তেপান্তর।
গ্রামের আনাছে-কানাছে, শহরের অলি-গলি,
তোমাকে খুঁজেছি!! সমস্ত পৃথিবীর হৃদয়নালী।
মহাদেশ থেকে মহাসাগর তন্ন তন্ন করে,
তোমাকে খুঁজেছি!! মহাবিশ্বের সব খানে।
সমুদ্রের নাভিরন্দ্র থেকে তপ্ত বালুকারী,
তোমাকে খুঁজেছি!! মহাকাশ ফাঁড়ি।
পৃথিবীর সবটুকু জমি আর আকাশ-পাতাল,
তোমাকে খুঁজেছি!! সৌরজগৎ নিকুঞ্জকাল।
সূর্যরশ্নি বেয়ে রবি থেকে শশধর ,
তোমাকে খুঁজেছি!! জ্যোতিষ্ক আপামর।
সৌরজগৎ থেকে সপ্ত আকাশ,
তোমাকে খুঁজেছি!! মহাবিশ্বের মহারাশ।
বৈশ্বানর আগ্নেয়গিরি থেকে সু্উচ্চ হিমালয়,
তোমাকে খুঁজেছি!! বিশ্ব থেকে ত্রিবিদিলয়।
পাহাড়ের চূঁড়া থেকে মেঘমাল্যের রাজ্যে,
তোমাকে খুঁজেছি!! সমুদ্রস্রেতে গর্জে,
এ ধরার নাড়ি-ভুড়ি ছিন্ন-বিছিন্ন করে,
তোমাকে খুঁজেছি!! বায়ু প্রবাহের পরদে পরদে।
তোমাকে খুঁজেছি!!.........।
তোমাকে খুঁজেছি!!.........।
বদরুল ইসলাম প্রিন্স
০২/০৫/২০১০
রাতঃ২:৪৪ মিনিট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।