যখন খুব একা থাকো
পুরনো চিঠিগুলো পড়ে নিও
পড়ে নিও স্মৃতিভাসা খেয়ালি বিকেল আর বিনিদ্র রজনীর গল্প।
এই কথা শুনে
রাগের মাথায় ছিঁড়ে ফেলা চিঠিগুলো নিয়ে আফসোস হবে জানি।
যদি কখনও একা হয়ে যাও
এই সব ছিঁড়ে ফেলা চিঠিগুলো খুঁজে নিও, আর
স্মৃতিগুলো হাতড়ে দেখো ওখানে কেবল
আমারই ছায়া।
তুমি তো জানো,
অকুল সাগরে যারা ভাসায় সাম্পান
তারা তো ঘরহারা--
নিখোঁজ পাখির মতোই আর ফেরে না ঘরে।
যখন খুব একা থাকো
পুরনো চিঠিগুলো পড়ে নিও
পত্রিকায় দেখে নিও আমার নিখোঁজ সংবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।