সম্মান জানাই তাকে আমার বিরুধ্যে সত্য বলে যে
আসলে কি কেও বিচার চায়? না কি বিচার নিয়ে স্ট্যান্ডবাজী আর ব্লগবাজী উদ্দেশ্য ?
যদি বিচারই চাই তা হলে কার কাছে ? কে করবে বিচার ? সরকার ? আওয়ামীলিগ ? আদালত বা বিচার ব্যাবস্হা? না কি আমি ?
যদি আমি বিচারক হই আর ১০ কোটি টাকা ঘুষ পাই তা হলে কি হবে ?
যদি আওয়ামীলিগ করে আর ১০০ কোটি ঘুষ পায় আর ক্ষমতার প্রতুশ্রুতি পায় তা হলে কি হবে? যদি কোন কারণে মেয়াদকালের মধ্যে বিচার শেষ না হয় ? যদি মেয়াদ পূরণ না করতে পারে ?
আর যদি সঠিক স্বাধীন বিচার ব্যাবস্হা হয় তা হলে আওয়ামীলিগের দরকার কি ? জামাত সয়ং ক্ষমতায় থাকলে ও বিচার ঠেকাতে বা প্রভাবিত করতে পারবে ?
সত্যি যদি বিচার চাই তা হলে চাইব আদালতের কাছে, সরকার কে বাধ্য করব বিচার বিভাগ কে স্বাধীন ও বিতর্কের উর্ধের প্রতিস্ঠা করতে ।
আর বিচার নিয়ে গেম খেলতে চাইলেই এই বিচারের নামে সরকার আর আওয়ামীলিগের সমর্থন করে যাব ।
অথচ বিচার নিশ্চিৎ করতে হলে প্রথমেই যা করা উচিৎ তা হলো আওয়ামীলিগের বিচারের বাহানা করার সকল উপায় বন্ধ করা, এবং লীগের এই খেলা কে চিনতে ভুল না করে এই বিচার আর মুক্তিযুদ্ধের নামের সকল প্রকার কৌশল কে প্রত্যাখান করে স্বাধীন বিচার ব্যাবস্হা চাপ সৃস্টি করা ।
#১ তাতে বিচার হবেই হবে জামাত ক্ষমতায় থাকলেও ঠেকাতে পারবে না।
#২ আওয়ামীলিগের বিচার আর মুক্তিযুদ্ধের ব্যাবসা লাটে উঠবে ।
#৩ দির্ঘস্হায়ী এবং প্রধান লাভ হবে নিরীহ জনসাধারণ চিরকালের জন্য জুলুম অবিচার থেকে মুক্তি পাবে এবং ১০০% ভাগ আইন এবং নিরাপত্তা প্রতিস্ঠা হবে ।
বিচারের দাবী তে সততা থাকলে স্বাধীন বিচার ব্যাবস্হার দাবী করুন।
বিচারের দাবী তে সততা থাকলে আওয়ামীলিগ কে প্রত্যাখ্যান করুন ।
এই পোস্ট ২ টা পড়ুন আরো পরিস্কার ধারণা পাবেন ।
Click This Link
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।