জীবনের জন্যই এই সব কথামালা ইতিহাস যেখানে ফিরে আসে প্রজন্মান্তরে চলে মুক্তি বিলাস আকন্ঠ রব উঠে, প্রিয় দেশ আমার আপনজন নিয়ে বাচো, পুতে ফেলো অপশক্তি আর দালাল কি বলো তাকে? বর্ণমালায় স্বাধীনতা নামক পাখিগুলো উড়ে বেড়ায় যেখানে - যে মাঠে ফিরে আসে মুক্তিসেনানীরা প্রকৃত মুক্তির স্বপ্ন নিয়ে, কি বলো আপামর জনতার কন্ঠ কে আকাশ বাতাস কাপিয়ে যারা প্রতিশ্রুতি নেয় সত্যিকারের বাচার? প্রহসন আর মিথ্যে প্রবোধ দাপিয়ে যারা জানিয়ে দেয় সত্যি ইতিহাস, রক্তের শিরায় যাদের বাংলাদেশ যাদের কন্ঠনালিতে কেপে উঠে বিশ্ববিবেক কি বলো লক্ষ কন্ঠের দাবিকে? এ মঞ্চ শুধুই কথিত জাগরণ নয়, এ আমাদের সত্যিকারের বেঁচে উঠার শুরু। এ আমাদের সত্যিকারের বাঁচা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।