আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যে অভিনয়ে

অবশেষে, পথের শেষে,এসে আমি পথহারা। হেটে চলি একা-একা, শুধুই একা।

আছি তেমন ছিলাম যেমন, উছ্বলতার ভীড়ে.. মেঘে ভরা আকাশ আর বৃষ্টির ক্ষণে ক্ষণে হারিয়ে আনমনে। উছ্বলতার ভীড়ে, থাকব তেমন আছি যেমন নীল জোছ্নার কোলে, তারার ফাঁকে ফাঁকে। কিন্তু থাকতে চাই না তেমন, জানি থাকতে হবেই যেমন, হতাশার ক্রন্দলে মিথ্যে অভিনয়ে '

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।