আমাদের কথা খুঁজে নিন

   

দেয়াল..........

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

সময় আমাকে দিয়েছে ঠেলে বয়সের বেড়াজালে ইচ্ছে হলেও পারিনা ছুটে যেতে নুতনের কোলাহলে !! দেখি, চারপাশে যখন যৌবনের জয়গান হাতছানি দেয় আমার সেই সে লগন চিরসবুজ ছবি হয়ে----- আছে যা আমার হৃদয়ে আজও অম্লান মূহুর্তেই মন নবীন হয়ে নেচে উঠে দোলে !! এক দুই তিন করে বয়স বাড়ে বাড়ে কি মনের বয়স সারাটা জীবন জুড়ে । তবু কোথা হতে এসে এক দ্বিধার বাধা সীমানা একে আমায় বলে যায় সদা পারবেনা যেতে তুমি কভু পেরিয়ে তারুন্যের মিছিলে !!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।