আমাদের কথা খুঁজে নিন

   

দেয়াল



এটা একটা প্রেমের কবিতা নয়, অগোচালো জীবনের অব্যক্ত টানাপোড়েন না জেনে না শুনে সম্ভাবনার দুয়ারে শেষ পেরেক ঠোকার পরিণতি সময়ের ঘাড়ে কালো নি:শ্বাস ফেলে আকাশের গায়ে সীমানা টানা। আনমোনা হয়ে বসে থাকা কোলাহল এড়ানোর পরাজিত খেলার মোহে এখনো সকাল-সন্ধ্যা কাটে বিরামহীন, তবুুও পথ জানা নেই পথে নামলে এখন আর পথ প্রিয়জনের আবেশে এগিয়ে নেয় না নষ্ট প্রহরে ক্লান্ত হয়ে হেটে চলা দাসত্বের প্রণয়লীলা। এক ফোটা রক্ত ঝরার চেয়ে এক ফোটা চোখের পানি অনেক কষ্টের রক্ত আসে ধমনী থেকে আর চোখের পানি আসে হৃদয় বিদীর্ণ হয়ে এভাবে রক্ত আর চোখের পানির সমীকরণ মেলানোর চেষ্ট, তবুও মেলেনা সে হিসেব এক এক একটি রাত হয়ে উঠে নরক যন্ত্রণার মঞ্চ। না প্রেম না কবিতায় তুমি আছো সর্বত্র শূণ্যতা ইট পাথরের দেয়ালে হাহাকার এখানে সবুজ নেই, মন এক মৃত জনপথ সব কিছুতে মিথ্যার আবহ বইছে উত্তরাধুনিক হাওয়া।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।