আত্মমাঝে বিশ্বকায়া, জাগাও তাকে ভালোবেসে
দেয়ালটি পলেস্তারা বিহীন,
বর্ষায় এর গায়ে
লতা আর গুল্মেরা পাতে
সবুজ সংসার।
এই সব ঘাস ম্রিয়মাণ শীতকালে।
শিকড়সমেত ছিড়ে খুড়ে ফেলে দাও
খণ্ডাংশ রয়ে যাবে দেয়াল পরতে;
জলের সিক্ততায় দেখ
জেগে ওঠে দ্রুত।
ভাবছি, দেয়ালটিতে এবার
পলেস্তারার আবরণ দিয়ে
রঙের অলংকার পরিয়ে দেব।
কখনো জীবন ক্ষরণসম্ভবা হলে;
অন্য মার্গ আকড়ে পুনর্জন্ম নিতে হয়।
নতুবা ঐ ক্ষতে অতীতচারিতার জল সেচে
বিষন্নতার লতাগুল্মেরা ডানা পাবে শুধু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।