আমাদের কথা খুঁজে নিন

   

দেয়াল

https://www.facebook.com/aa.sharker



দেয়ালে হেলান দিয়ে বসে থাকি
সম্মুখে আরেকটা দেয়াল।
দেয়ালের শরীরের আঁকাবাঁকা ফাটল
আমি উঠে এসে দেয়ালে হাত রাখি
ফাটলগুলো অনুভব করার চেষ্টা করি
কম্পমান আঙ্গুল; দেয়ালের ফাটল অনুভব করে না!
তবে কী আঙ্গুলের স্নায়ু মরে গেছে---
সংকেত কেন পাঠায় না নিউরণে?
না আমার চোখে অর্ধচন্দ্রাকার ছানি পড়েছে?
যা দেখে কেবল ফাটলই দেখে!
আমি তাড়স্বরে চিৎকার করি। আশপাশের
বন্ধুরা ছুটে আসে।
আমাকে শুধোয়, কী হয়েছে?
দেয়াল এবং ফাটলের কথা বলি।
বলি, এখনি জোগালী মিস্ত্রী ডেকে নিয়ে আসো
দেয়ালটাকে বাঁচাতে হবে।


আমার বন্ধুরা, যারা আমার চিৎকার শুনে এসেছিলো--
তারা হো হো করে হাসে! বলে---
এখানে কোন দেয়াল নেই! ফাটল
আসবে কোথা থেকে---!

একে একে সব বন্ধুরা চলে যায়।
আমি ঠাঁয় দাঁড়িয়ে থাকি।
আবার হাত চালাই। দেখি, সত্যিই দেয়াল নেই!
আমি আধো তমশায় হাতরে হাতরে এগোতে থাকি
নক্ষত্রীয় আলোর মায়াকানন ছাড়িয়ে
দেয়ালের প্রান্তভাগ ছুঁতে এগোতে থাকি...
এগোতে থাকি।

অস্পষ্ট আলোয় আকাশের সীমানা
মেপে মেপে এগোতে থাকি
হরাইজোনের দিকে, যার কোন দিকচিহ্ন নেই!




------------------------------


কবি সোনালী ডানার চিল, বলছিলেন ওনার জন্মদিনে উইশ করি নাই।

অথচ কবি জানলেনই না ওনাকে আর সবার মতো হ্যাপি বার্থ ডে বা শুভ জন্মদিন টাইপ কিছু উইশ করতে চাই নাই। এই কবিতাটা ( কিছু হইসে কিনা জানিনা ) চিলভাইয়ের একটা কবিতার প্রতিউত্তরে লিখছিলাম। কবির জন্মদিনে (যদিও জন্ম তারিখ ছিলো গতকাল) এই কবিতা সোনালী ডানার চিল ভাই-কে উৎসর্গ করলাম।

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।