বর্তমান ফুটবলে কাউন্টার এটাক একটি বহুল প্রচলিত শব্দ। বেশীরভাগ ইউরোপীয় দলই কাউন্টার এটাকের উপর নির্ভর করে খেলে। ল্যাটিন আমেরিকান দলগুলোও এর সুবিধা নিয়ে থাকে। গত কয়েকটি বিশ্বকাপে ব্রাজিল কাউন্টার এটাকে খুব ভালো করেছে। মনে পড়ে ২০০২ তে ব্রাজিল যখন জার্মানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তখন ২টি গোল হয়েছিল কাউন্টার এটাকে।
এখনকার ব্রাজিল কাউন্টার এটাকে আরো বেশী পারদর্শী।
কিন্তু আর্জেন্টিনা??? এরা কাউন্টার এটাক শিখেনি অথবা কাউন্টার এটাক নামক কোন শব্দ এদের অভিধানে নেই এটি বলা যাবে না। বিপক্ষদনের প্রবল আক্রমন ঠেকিয়ে এরা যদি হঠাৎ আবিস্কার করে যে বল তাদের পায়ে এবং তার সামলে বিপক্ষের ডি-বক্স আর সেখানে বিপক্ষে গোল-কিপার ছাড়া আর কেউ নেই তখন তারা কি করবে???
যারা নিয়োমিত আর্জেন্টিনার খেলা দেখে তারা জানেন যে তখন আর্জেন্টিনার খেলোয়াররা প্রথমে ব্যাক পাস দিবে অতপর বল নিয়ে নিজেদের মধ্যে ছিনিমিনি খেলবে, এভাবে যখন দেখবে বিপক্ষদকের অন্তত ৮ জন তাদের ডি বক্সের মধ্যে চলে গেছে তখন তারা আক্রমনে যাবে।
তার মানে কাউন্টার এটাক শব্দটি তাদের অভিধানে থাকলেও সেখানে লিখা আছে যে "কখনো কাউন্টার এটাকে যাওয়া যাবে না। "
এ যেন ডুয়েল লড়াইয়ে হঠাৎ প্রতিদ্বন্দির তলোয়ার পড়ে যাওয়ার দৃশ্য।
অতএব নিরস্র প্রতিদ্বন্দিকে আক্রমান না করে তাকে অস্র তুলে নেবার সময় দেয়া।
আদর্শের নিরিখে তাদের এই দৃষ্টিভংগি মহত হতে পারে কিন্তু ফুলবলে এসবের কোন জায়গা নেই। অতএব ম্যরাডোনার উচিৎ তার শিষ্যদেরকে কাউন্টার এটাক শিক্ষা দেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।